সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেল গোয়ালন্দের আরো দুটি প্রান
![]() |
সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেল গোয়ালন্দের আরো দুটি প্রান |
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ জামাল মোল্লার মেয়ে টিয়া ও মোঃ ছালাম মোল্লার মেয়ে চাঁদনী দুজনেই দৌলতদিয়া মডেল হাই স্কুলের ক্লাস নাইনের ছাত্রী।
বাড়ী থেকে পরিক্ষার জন্য যাচ্ছিলেন দুজনেই স্কুলের সামনে পৌছালে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহন তাদের সজরে ধাক্কা দিয়ে ফরিদ পুরগামী চলে যায়।
প্রথমে চাঁদনীকে গোয়ালন্দ স্বাস্থ্য কপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মৃত ঘষনা করেন আর টিয়াকে দ্রুত ফরিদ পুর নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে উঠানোর হলে টিয়া এ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়।
No comments
hello